ফসল : আখ
পোকার নাম : আখের উঁইপোকা
পোকা চেনার উপায় : পোকা সাদা, শরীর নরম, মাথা লাল এবং কাঁচির মত দুটি দাঁত আছে।
ক্ষতির ধরণ : রোপনকৃত বীজ খন্ড খেয়ে ফেলায় গাছ গজাতে পাড়ে না। আখ দাঁড়ানো অবস্থায়ও এরা আখের মূল শিকড় ও কান্ড খেয়ে ক্ষতি করে এবং গাছ মরে যায়।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, সব
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , শিকড় , কান্ডের গোঁড়ায় , বীজ
পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক
ব্যবস্থাপনা :
ফিপ্রোনিল জাতীয় কীটনাশক (রিজেন্ট ৩ জি.আর @ ১.৩৩ কেজি/বিঘা) প্রয়োগ করতে হবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
আগাম আখ চাষ করুন। উন্নত জাতের আখ বপন করুন । জমি নিয়মিত পরিদর্শণ করুন।
অন্যান্য :
রাণীসহ উঁইপোকার দল ধ্বংস করুন। আঁকাবঁকা পদ্ধতিতে সেট রোপন করুন। মাটির হাড়িতে পাট কাঠি, ধৈঞ্চা খাদ্য ফাঁদ রেখে জমিতে পুঁতে রেখে পরে তুলে উঁইপোকাগুলো মেরে ফেলুন। সেচ দিয়ে কয়েকদিন পানি ধরে রাখুন ।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ২৩/০২/২০১৮।