ফসল : পাট
পোকার নাম : হলুদ মাকড়
পোকার স্থানীয় নাম : : নেই
পোকা চেনার উপায় : পূর্ণ বয়স্ক মাকড় আকারে খুবই ক্ষুদ্র (০.১৭ মি মি ও ০.০৯ মি মি চওড়া) এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে এদের দেখা যায় না। স্ত্রী মাকড় প্রথমে সাদা থাকে। পরে আস্তে আস্তে হলুদ বর্ণের হয়। এই জন্য এদের কে সাদা মাকড়ও বলা হয়। স্ত্রী মাকড় ডিম্বাকৃতি এবং শরীরের উপরে মাঝখানে লম্বালম্বি একটা সাদা দাগ আছে। এদের চারজোড়া পা আছে। পুরুষ মাকড়ের শরীর মাঝখানে চওড়া এবং পিছন দিকে সরু। সাধারণত এরা পিছন দিক উচু করে রাখে।
ক্ষতির ধরণ : এপ্রিল হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাট গাছে আক্রমণ করে । ইহা মুখ্য মাকড় হিসাবে চিহ্নিত । হলুদ মাকড় আগার কচি পাতার নিচের দিকে থাকে এবং আক্রমণ করে । কচি পাতার রস চুষে খায়। এতে পাতা কুকড়ে যায় এবং তামাটে রং ধারন করে । শেষ পর্যন্ত আক্রান্ত পাতা পরে যায় । আক্রমণ বেশী হলে পাতা ঝরে পড়ে, গাছের ডগা নষ্ট হয়ে যায় । ফলে গাছের বৃদ্ধি কমে যায় ও পড়ে শাখা-প্রশাখা বের হয় । হলুদ মাকড়ের আক্রমণ গাছের বৃদ্ধি ১৫-১৬ সেমি পর্যন্ত কমে যেতে পারে ।
আক্রমণের পর্যায় : পূর্ণ বয়স্ক
পোকামাকড় জীবনকাল : পূর্ণ বয়স্ক, নিম্ফ
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা
পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , নিম্ফ
ব্যবস্থাপনা :
১ঃ২০ অনুপাতে অর্থাৎ ১০০ গ্রাম কাচা নিমপাতা বাটা ২ লিটার পানিতে মিশিয়ে অথবা ২ মিলি নিম তেল ১ লিটার সাবান মিশ্রিত পানির সাথে মিশিয়ে গাছের উল্টো দিকে ছিটালে ভালো ফল পাওয়া যায় । পাটের হলুদ মাকড় দমনের জন্য সালফার গ্রুপের বালাইনাশক যেমন (সালফেক্স ৮০ ডব্লিউপি, সালফটক্স ৮০ ডব্লিউপি, ম্যাক সালফার ৮০ ডব্লিউপি, রনভিট ৮০ ডব্লিউজি) প্রতি লিটার পানিতে ১.৫ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
পাট ক্ষেতের আশপাশ পরিষ্কার ও আগাছা মুক্ত রাখতে হবে ।
তথ্যের উৎস :
ফসলের বালাই বাবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, ২য় সংস্কার, ২০১৩। পাট, কেনাফ ও মেস্তার ক্ষতিকারক পোকামাকড় ও নিয়ন্ত্রন, কামরুজ্জামান ও রফিকুল ইসলাম, ২০১২।