ফসল : পেঁয়াজ
পোকার নাম : পেঁয়াজের ঘোড়া পোকা
পোকার স্থানীয় নাম : : নেই
পোকা চেনার উপায় : অল্পবয়সী পোকা এক ধরনের মথ। ডিম ফুটে সবুজ রঙের ২-২.৫ সেমি কীড়া ফসলের ক্ষতি বাস করে।
ক্ষতির ধরণ : পাতার সবুজ অংশ খেয়ে ক্ষতি করে ।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়
পোকামাকড় জীবনকাল : কীড়া
ফসলের যে অংশে আক্রমণ করে : আগা , পাতা , ডগা , কচি পাতা , সব
পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া
ব্যবস্থাপনা :
কার্বারিল জাতীয় কীটনাশক (সেভিন ৮০ ডব্লিউপি ৩০ গ্রাম )অথবা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট ১০ইসি ১০ মিলি/ ২ মুখ ) প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০-১২ দিন পরপর ২/৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
ভালোভাবে জমি চাষ দিয়ে পাখিদের পোকা খাবার সুযোগ করে দিন। পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুতুন। চারা লাগানোর প্রতিদিন সকালে ক্ষেত পরিদর্শন করুন।
অন্যান্য :
পাতায় ডিম / পোকা দেখলে তা তুলে ধ্বংস করতে হবে। ভালভাবে পোকা দমন করতে হলে ক্ষেতের আশে পাশে বা অন্য আগাছা থাকলে তা পরিস্কার করে ফেলতে হবে।
তথ্যের উৎস :
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।