ফসল : পেঁয়াজ
পোকার নাম : পেঁয়াজের কাঁটুই পোকা
পোকার স্থানীয় নাম : : নেই
পোকা চেনার উপায় : অল্পবয়স্ক পোকা এক ধরনের মথ। ডিম ফুটে কালো মাথাওয়ালা মেটে রঙের ৫-৬ সেমি কীড়া ফসলের ক্ষতি করে।
ক্ষতির ধরণ : এ পোকা রাতের বেলা চারা মাটি বরাবর কেটে দেয়। সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায় ।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা
পোকামাকড় জীবনকাল : কীড়া
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , কান্ডের গোঁড়ায়
পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া
ব্যবস্থাপনা :
কারটাপ জাতীয় কীটনাশক ( কেয়ার ৫০ এসপি অথবা সানটাপ ৫০ এসপি ২০ মিলি / ৪ মূখ ) অথবা ল্যামডা-সাইহ্যালোথ্রিন জাতীয় কীটনাশক ( ক্যারাটে ২.৫ ইসি অথবা ফাইটার প্লাস ২.৫ ইসি ১৫ মিলি / ৩ মূখ ) ১০ লিটার প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
ভালোভাবে জমি চাষ দিয়ে পাখিদের পোকা খাবার সুযোগ করে দিন। পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুতুন। প্রতিদিন সকালে জমি পরিদর্শন করুন।
অন্যান্য :
সকাল বেলা কেটে ফেলা চারার আশে পাশে মাটি খুঁড়ে পোকা বের করে মেরে ফেলা।কেরোসিন মিশ্রিত পানি সেচ দেয়া।
তথ্যের উৎস :
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।