বীজ সংগ্রহঃ বরবটি পেকে শুকিয়ে এলে রোগ-পোকার আক্রমণ্মুক্ত ফলগুলো সংগ্রহ করুন। রোদে শুকানোর পর বীজ বের কের আবার ভাল করে রোদে শুকিয়ে নিন।
বীজ সংরক্ষণ:
শুকনা বীজ পর মাণ মত বায়ুরোধী পলি ব্যাগ বা প্লাস্টিক/ ধাতব পাত্রে বা কাঁচের বৈয়মে মুখ বন্ধ করে রাখুন। পাত্রে বাতাস ঢুকলে বা অর্ধপূর্ণ থাকলে বীজ গজানোর হার কমে যায়। পাত্রের গায়ে লেবেল/ চিহ্ন দিয়ে মাচায় রাখুন।
বীজ বিপণনঃ
স্থানীয় হাটবাজারে বীজ বিক্রয় করুন।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।