লাউ এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : লাউ

মৃত্তিকা :

সাধারণত লোনা মাটি ছাড়া সব ধরণের মাটিতে লাউ গাছ হলেও উর্বর দোঁয়াশ থেকে এঁটেল দোঁয়াশ মাটি উত্তম। আশ্বিন কার্তিকের মাঝামাঝিতে বন্যার পানি নেমে যায় এমন জমিতেও লাউয়ের আবাদ করতে পারেন।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মাটির ধরন এবং মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সহায়তা নিতে হবে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কেবিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ফসলের সার সুপারিশ :

সারের নাম

 সারের পরিমাণ (প্রতি শতক এর জন্য)

গোবর বা কম্পোস্ট

৪০ কেজি

ইউরিয়া

২ কেজি

টি এস পি

১.৬ কেজি

এমপি

১.২ কেজি

বোরণ

১০ গ্রাম

 

পিট তৈরি করার সময় সমুদয় গোবর, টিএসপি, বোরণ, অর্ধেক পটাশ এবং পাঁচ ভাগের এক ভাগ ইউরিয়া সার মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। সার মেশানের ১০-১৫ দিন পর জমিতে বীজ বপন করতে হয়। অবশিষ্ট ইউরিয়া ও পটাশ সার সমান চার‘কিস্তিতে পুরো জীবনকালে উপরি প্রয়োগ করতে হয়।

অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।

কৃষকের ডিজিটাল ঠিকানা, ২৩/০১/২০১৮