ফসল : ধান

আগাছার নাম : চাপড়া ঘাস

আগাছা জন্মানোর মৌসুম : রবি ও খরিফ

প্রতিকারের উপায় :

নিড়ানি বা কাচির সাহায্যে অবশ্যই শিকড়সহ চারাগাছ ভাল করে তুলে ফেলতে হবে। 

বিঘা প্রতি রনস্টার ২৫ ইসি ২৬৮ মিলিলিটার/ করস্টার ২৫ ইসি ২৬৮ মিলিলিটার/ রিফিট ৫০০ ইসি ১৩৪ মিলিলিটার রোপন অথবা বপনের ৩-৬ দিনের মধ্যে প্রয়োগ করতে হবে।

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন-২০১৭।

ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১৮/০২/২০১৮