ধান এর চাষপদ্ধতির তথ্য

ফসল : ধান

চাষপদ্ধতি :

উফশী ধানের ফলন উপযুক্ত চাষাবাদ পদ্ধতির উপর নির্ভরশীল। তাই জাতনির্বাচন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সব কাজ ধারাবাহিকভাবে বিচক্ষণতারসাথে করতে হবে। নিয়মের হেরফের অথবা অনুমোদিত পদ্ধতি ঠিকমতো অনুসরণ না করলেউৎপাদন খরচ বেড়ে যায় এবং আশানুরুপ ফলন থেকে বঞ্চিত হতে হয়।
জাতঃ জমি, মৌসুম, পরিবেশ ও শস্যক্রম বিবেচনায় রেখে উপযুক্ত ধানের জাত নির্বাচন করা উচিত।
চারা রোপনঃ
চারার বয়স- ভাল ফলন পেতে হলে উপযুক্ত বয়সের চারা রোপণ করা জরুরি। জাত ওমৌসুম ভেদে চারার বয়স ভিন্ন হয়। সাধারণভাবে আউশে ২০-২৫ দিন, রোপা আমনে২৫-৩০ দিন এবং বোরাতে ৩৫-৪৫ দিন হওয়া উচিত। রোপণের নিয়ম- রোপণের সময় জমিতেছিপছিপে পনি থাকলে চলে। প্রতি গুছিতে ২-৩ টি চারা রোপণ করা ভাল। মাটির ২-৩ সেন্টিমিটার/ ১ ইঞ্চি গভীরতায় চারা রোপণ করা উত্তম। সঠিক গভীরতায় চারা রোপণকরলে চারার বৃদ্ধি দ্রুত হয় এবং কুশির সংখ্যা বেশি হয়।

৪-৫টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে নিন। প্রয়োজনীয় পরিমাণ সার প্রয়োগ করুন।

রোগবালাইয়ের আক্রমন রোধে বীজ ও জমি শোধন করে নেয়া উত্তম।

বীজতলা বা জমি শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন ২০১৭।