ধান এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : ধান

মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মাটির ধরন এবং মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সহায়তা নিতে হবে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কেবিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ফসলের সার সুপারিশ :

 

সারের বিবরণ

আউশ (গ্রাম/শতক)

আমন (গ্রাম/শতক)

বোরো (গ্রাম/শতক)

ইউরিয়া

৬০০

৪০৫

১০৬০

টি এস পি

২০০

১৫০

৩০৩

এমপি

৩০০

২০২

৪৮৫

জিপসাম

১৩৫

১৩৫

২৪২

দস্তা

২০

১০

৭০০

আউশ ধানঃ জমি তৈরির শেষ চাষের সময় শতাংশ প্রতি উল্লেখিত সার প্রয়োগ করতে হবে। বৃষ্টিবহুল বোনা আউশ এলাকায় ইউরিয়া দুকিস্তিতে প্রয়োগ করা ভাল। প্রথম কিস্তি শেষ চাষের সময় এবং দ্বিতীয় কিস্তি ধান বপনের ৩০-৪০ দিন পর। জমিতে গন্ধক এবং দস্তার অভাব থাকলে শম জিপসাম ও জিঙ্ক সালফেট প্রয়োতে হবে।

আমন ধানঃ প্রতি শতকে উল্লেখিত দিতে হবে। শেষ চাষের সময় সম্পূর্ণ টিএসপিএমপি জিপসামদস্তা ও ১ম কিস্তি ইউরিয়া মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে।২য় কিস্তি ইউরিয়া রোপণের ২৫-৩০ দিন পর,৩য় কিস্তি ৪৫-৫০ দিন পর প্রয়োগ করতে হবে।

 

বোরো ধানঃ প্রতি শতকে উল্লেখিত সার দিতে হবে। শেষ চাষের সময় সম্পূর্ণ টিএসপিএমপি জিপসামদস্তা ও ১ম কিস্তি ইউরিয়া মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে ২য় কিস্তি ইউরিয়া রোপণের ২৫-৩০ দিন পর,৩য় কিস্তি ৪৫-৫০ দিন পর প্রয়োগ করতে হবে

বিশেষ ক্ষেত্রে ধান চাষে সারের পরিমানঃ

তালিকাঃ ধান চাষে সারের মাত্রা (কেজি/হেক্টর) ও প্রয়োগ পদ্ধতি

মৌসুম

জীবনকাল

সার

 

প্রয়োগ পদ্ধতি

 

ইউরিয়া

 

টি এস পি

 

 

এম ও পি

 

 

জিপসাম

 

জিংক সালফেট

 

 

বোরো

১৫০ দিনের মধ্যে

৩০০

 

৯৭

১২০

১১২

১০

কম উর্বর জমিতে-ইউরিয়া সার সমান ৩ কিস্তিতে দিতে হবে। জমি চাষের সময় প্রথম কিস্তি , গুছিতে ৪-৫ টি কুশি অবস্থায় দ্বিতীয় কিস্তি ও কাইচথোড় আসার ৫-৭ দিন আগে তৃতীয় কিস্তির ইউরিয়া সার দিতে হবে। অন্য সব সার জমি চাষের সময় দিতে হবে।

মধ্যম উর্বর জমিতে- ইউরিয়া সার সমান ৩ কিস্তিতে দিতে হবে। চারা রোপণের ১৫-২০ দিন পর প্রথম কিস্তি , ৩০-৩৫ দিন পর দ্বিতীয় কিস্তি ও কাইচথোড় আসার ৫-৭ দিন আগে তৃতীয় কিস্তির ইউরিয়া সার দিতে হবে। অন্য সব সার জমি চাষের সময় দিতে হবে।

১৫০ দিনের মধ্যে

২৬০

৯৭

১২০

১১২

১০

হাওর এলাকায়

 

২০০

৯০

১২০

৬০

১০

আউশ

১০০-১১৫ দিন

 

১২৭

৫২

৬০

০০

০০

সব সার জমি চাষের সময় দিতে হবে। ইউরিয়া সার সমান ৩ কিস্তিতে দিতে হবে। জমি চাষের সময় প্রথম কিস্তি , গুছিতে ৪-৫ টি কুশি অবস্থায় দ্বিতীয় কিস্তি ও কাইচথোড় আসার ৫-৭ দিন আগে তৃতীয় কিস্তির ইউরিয়া সার দিতে হবে।

আমন

১৪৫ দিনের বেশি (সুগন্ধি জাত ছাড়া)

 

 

 

 

১৯৫

৫২

৮২

৬০

০০

কম উর্বর জমিতে-সব সার জমি চাষের সময় দিতে হবে। ইউরিয়া সার সমান ৩ কিস্তিতে দিতে হবে। জমি চাষের সময় প্রথম কিস্তি , গুছিতে ৪-৫ টি কুশি অবস্থায় দ্বিতীয় কিস্তি ও কাইচথোড় আসার ৫-৭ দিন আগে তৃতীয় কিস্তির ইউরিয়া সার দিতে হবে।

মধ্যম উর্বর জমিতে- ইউরিয়া সার সমান ৩ কিস্তিতে দিতে হবে। চারা রোপণের ৭-১০ দিন পর প্রথম কিস্তি , ২৫-৩০ দিন পর দ্বিতীয় কিস্তি ও কাইচথোড় আসার ৫-৭ দিন আগে তৃতীয় কিস্তির ইউরিয়া সার দিতে হবে। অন্য সব সার জমি চাষের সময় দিতে হবে।

১২৫ দিনের কম

 

১২৭

৫২

৮২

৬০

০০

ইউরিয়া সার সমান ৩ কিস্তিতে দিতে হবে। জমি চাষের সময় প্রথম কিস্তি , গুছিতে ৪-৫ টি কুশি অবস্থায় দ্বিতীয় কিস্তি ও কাইচথোড় আসার ৫-৭ দিন আগে তৃতীয় কিস্তির ইউরিয়া সার দিতে হবে। অন্য সব সার জমি চাষের সময় দিতে হবে।

আলোক সংবেদনশীল জাত

 

১৭২

৫২

৮২

৬০

০০

সুগন্ধি ধান

 

৯০

৫২

৬০

৩০

০০

 

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

 

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন-২০১৭।

মাঠ ফসলের চাষাবাদ, মৃত্যুঞ্জয় রায়, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারী ২০১৬।