আগাছা জন্মানোর মৌসুম :
অক্টাবর - ডিসেম্বর মাসে দেখা য়ে। ফেবরুয়ারি মাসে বীজ হয়, মার্চ-এপ্রিলে বীজ । রবি ও খরিফ।
প্রতিকারের উপায় :
ফসল বোনার ৩০-৩৫ দিনে নিড়ানি দিন। আগাছার পরিমাণ বেশি হলে এর ১০-১৫ দিনের মাঝে আর একবার নিড়ানি দিন।জমি ভালভাবে নিড়ানি দিন ।জমি ভালভাবে নিড়ানি দিয়ে ধাবক, মূল কন্দ বাছাই করুন।দীর্ঘ দিন জমিতে পানি থাকলে গাছ মারা যায়।
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।