আগাছা জন্মানোর মৌসুম :
খরিফে বেশি বাড়ে। খরা সইতে পারে । এপ্রিল থেকে জুলাইয়ের মাঝে ফুল ফোটে ও বীজ বাত্তি হয় ।মাঝারি থেকে উঁচু জমিসহ প্রায় সবখানে আকো বা ছায়াতে এর বিচরণ।
আগাছার ধরন : ব্হুবর্ষজীবী ঘাসজাতীয় আগাছা ।
প্রতিকারের উপায় :
গভীর চাষ দিতে হবে। জমির আইল, সেচ নালা ও কৃষি যন্ত্রপাতি আগাছামুক্ত রাখুন। জৈব সার ভালোভাবে পচানো উচিৎ। সেচ ও সার দেবার পর জো আসা মাত্র আগাছা দমন করুন। চারা গজানোর ২০-২৫ দিনর মধ্যে আগাছা দমন করতে হবে। নিয়মিত মাদায় গাছের গোড়ার চারিদিকে আগাছা পরষ্কার করতে হবে।
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।