ফসল : রসুন

আগাছার নাম : কাঁটানটে

আগাছা জন্মানোর মৌসুম : সারা বছর। রবি।

আগাছার ধরন : কাণ্ড ১- ১∙২ মিটার লম্বা, মসৃণ, কাড়া কোণাকার, হালকা গোলাপী। কখনো কখনো তা সবুজ থেকে হালকা লাল রঙের হয়। পাতাগুলো হাঁসের ডিমের মতো লম্বাটে। তা কখনো কখনো একক, আবার কখনো কখনো জোড়ায় জোড়ায় বিপরীতমূখী হয়ে জম্মে।প্রতিটি পাতার গোড়া থেকে বিপরীত মূখী হয়ে ২টি করে ১ সেমি লম্বা সুঁচালোকাঁটা ও ছোট ছোট ডালা জম্মে। খুবই ছোট ছোট অসংখ্য বীজের মাধ্যমে মাধ্যমে বংশ বাড়ায়। ভিজা মাটিতে সারা বছর জম্মাতে পারে। প্রধানত মার্চ-এপ্রিল মাসে ফুল দেখা যায়, জুন-জুলাই মাসে বীজ পরপক্ক হয় এবং কয়েক মাস সুপ্ত থাকে। শীতে বীজ অংকুরিত হয়।

প্রতিকারের উপায় :

গভীর চাষ। বাছাই। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭