ফসল : পাট

আগাছার নাম : কানাইনালা

আগাছা জন্মানোর মৌসুম : রবি, খরিফ

আগাছার ধরন : বহুবর্ষজীবী

প্রতিকারের উপায় :

বীজ বপনের ১৫-২০ দিনের মধ্যে ১ম নিড়ানি এবং ৩৫-৪০ দিন পর ২য় নিড়ানি দেয়া । জমিতে আগাছার পরিমাণ বেশি হলে ৩য় নিড়ানি দেয়া । প্রয়োজনে আঁচড়া দেয়া  যেতে পারে ।  ফসল পর্যায় অনুসরণ  করেও আগাছা নিয়ন্ত্রণ করা যায়। 

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।