পাট এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : পাট

মৃত্তিকা :

দোআঁশ, বেলে দোআঁশ।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

মাটির পুষ্টি উপাদান : জৈব ও অজৈব সার জৈব সারঃ গোবর, আবর্জনা ও সবুজ সার এবং কেঁচোসার (ভার্মি কমপোস্ট) সার ব্যবহার করা হয়। শতকরা ৫ ভাগ জৈব উপাদান থাকার কথা কিন্তু মাটিতে ০.৫ থেকে ১ শতাংশ জৈব বিদ্যমান। মুখ্য উপাদানঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম,সালফার ও ম্যাগনেসিয়াম । গৌণ উপাদানঃ কপার, মলিবোডিনাম, আয়রন, ক্লোরিন, সিলিকন, কোবাল্ট, দস্তা ও বোরন।

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ফসলের সার সুপারিশ :

 

সারের নাম

সারের পরিমাণ (কেজি/একর)

জৈব সার

২-৪ টন

ইউরিয়া

৬৮-১০১ কেজি

টি এস পি

৪০-৬০কেজি

এম পি

৪০-৪৮কেজি

জিপসাম

২০-৩২ কেজি

দস্তা

১.৬-২.৮০কেজি

অনুমোদিত ডলোচুন (অম্ল মাটির জন্য)

১৬১-২৮৩কেজি

সার প্রয়োগের পদ্ধতিঃ

ইউরিয়া বাদে বাকি সব সার জমি তৈরির সময় মাটিতে মিশিয়ে দিন। বপনের দিন ইউরিয়া ৮ ভাগের ১ ভাগ এবং ৬ সপ্তাহ পরে বাকি ইউরিয়া প্রয়োগ করবেন। 

ফসলের সার সুপারিশ (জাত ভিত্তিক) (কেজি/হেক্টর) দেয়া হল 

জাতের নাম

 

                           সারের পরিমাপ     

ইউরিয়া

টি এস পি

এম পি

জিপসাম

জিংক

ডি ১৫৪, সিভিএল-১, সিভিই-৩, সিসি-৪৫, ও-৪

১৬৬ কেজি

২৫ কেজি

৩০ কেজি

৪৫ কেজি

১১ কেজি

ও-৯৮৯৭

২০০ কেজি

৫০ কেজি

৬০ কেজি

৬০ কেজি

১১ কেজি

ওএম-১

১৭৬ কেজি

৫০ কেজি

৪০ কেজি

৯৫ কেজি

১১ কেজি

বিজেআরআই দেশি পাট-৫

১১০ কেজি

২৫ কেজি

৪০ কেজি

 

 

বিজেআরআই  দেশি পাট-৬ (বিজেসি-৮৩)

২২০ কেজি

৫০ কেজি

৪০ কেজি

 

 

বিজেআরআই দেশি পাট-৭

২২০ কেজি

৫০ কেজি

৪০ কেজি

 

 

বিজেআরআই দেশি পাট-৮

১৬৬ কেজি

২৫ কেজি

৩০ কেজি

৪৫ কেজি

১১ কেজি

ও-৭২

১৬৭ কেজি

৫০ কেজি

৮০ কেজি

১০০ কেজি

 

বিনা পাট- ২, এটম পাট- ৩৮

১০০-২০০ কেজি

৭০-৯০ কেজি

৮০-১২০ কেজি

৫০-৬০ কেজি

 

সার প্রয়োগের পদ্ধতিঃ

ইউরিয়া বাদে বাকি সব সার জমি তৈরির সময় মাটিতে মিশিয়ে দিন। বপনের দিন ইউরিয়া ৮ ভাগের ১ ভাগ এবং ৬ সপ্তাহ পরে বাকি ইউরিয়া প্রয়োগ করবেন।

অনলাইন সারসুপারিশ সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), ১৮-০১-২০১৮।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১৮-০১-২০১৮।