বাদাম এর চাষপদ্ধতির তথ্য

ফসল : বাদাম

বর্ণনা : চিনাবাদাম চাষের জন্য জমিতে তিন থেকে চারটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে তৈরি করতে হবে। ক্ষেতের চারপাশে নালার ব্যবস্থা করলে পরে সেচ ও পানি নিকাশের সুবিধা হয়।

চাষপদ্ধতি :

বীজ সারিতে বুনলে সারির দূরত্ব ১২ ইঞ্চি এবং প্রতি সারিতে গাছের দূরত্ব ৬ ইঞ্চি রাখতে হবে। ত্রিদানা বাদাম (ডিএম-১) জাতের ক্ষেত্রে সারির দূরত্ব ১০ ইঞ্চি এবং সারিতে গাছের দূরত্ব ৪ ইঞ্চি রাখা প্রয়োজন। বীজ ১-১.৫ ইঞ্চি মাটির নিচে বপন করতে হবে।

বীজতলা বা জমি শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।