বাদাম এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : বাদাম

বর্ণনা : বীজ ছিটিয়ে বপন ও বীজ বপন যন্ত্র দিয়ে সারি করে বপন করা হয়। চীনাবাদামের জন্য বীজতলার প্রয়োজন হয় না।

বীজ ও বীজতলার প্রকারভেদ :

বীজের প্রকারভেদ-

১। মৌল বীজ  

২। ভিত্তি বীজ  

৩। প্রত্যায়িত বীজ  

৪। মানঘোষিত বীজ  

৫। হাইব্রিড বীজ 


ভাল বীজ নির্বাচন :

১। উন্নত জাতের  রোগ বালাই মুক্ত মান সম্পন্ন বীজ ব্যবহার করতে হবে।

২। বীজ বিশুদ্ধ হতে হবে এবং গজানোর ক্ষমতা ৮০% এর বেশি থাকতে হবে।

৩। সরকার অনুমোদিত ডিলারদের থেকে বীজ সংগ্রহ করতে হবে। সংগ্রহের সময় ক্রয় রশিদ গ্রহণ করতে হবে।  

৪। বাজারের খোলা বীজ কেনা যাবে না ।        

বীজতলা প্রস্তুতকরণ : প্রথমে নির্বাচিত বীজতলার জমি কয়েকটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝরা করতে হবে। অতঃপর উল্লেখিত বীজতলা ৫-১০ কেজি পচা গোবর ভালভাবে মাটিতে মিশিয়ে বীজতলা প্রস্তুত করতে হবে। বীজ বপনের পূর্বে বীজ ভিজিয়ে নিতে হবে। জমির র্উবরতা ভেদে ৫-১০ কেজি সার ব্যবহার করতে হবে।


বীজতলা পরিচর্চা : ১। বীজ বপনের পর ছালার চট বা ধানের খড় বিছিয়ে ৭২ ঘন্টা বীজতলা ঢেকে রাখতে হবে এবং বীজ গজানো তরান্বিত করার জন্য ঝাঝরা দিয়ে পানি দিতে হবে। ২। অতিরিক্ত ঠান্ডা হলে রাতে বীজতলা পলিথিন দিয়ে ডেকে রাখতে হবে এবং সকালে খুলে দিতে হবে। ৩। তাপমাত্রা বেশী হলে চাটাই দিয়ে ছায়ার ব্যবস্থা করতে হবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।