পালংশাঁক এর চাষপদ্ধতির তথ্য

ফসল : পালংশাঁক

চাষপদ্ধতি :

পালং শাক চাষ করার আগে চাষ ও মই দিয়ে জমির মাটি ভালোভাবে ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে। ৪  ইঞ্চি দূরে দূরে বীজ বপন করতে হয়। তবে ছিটিয়েও বীজ বপন করা যায়। এক সারি থেকে অন্য সারির দূরত্ব ৮ ইঞ্চি রাখতে হবে।  একটি কাঠির সাহায্যে ১.৫-২.০ সে.মি. গভীর লাইন টেনে সারিতে বীজ বপন করে মাটি সমান করে দিতে হবে। নির্দিষ্ট দূরত্বে গর্ত তৈরি করে প্রতি মাদায় ২-৩ টি করে বীজ বপন করতে হয়। 

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস)১২/০২/২০১৮

শাক সবজি চাষ,মৃত্যুঞ্জয় রায়, ফেব্রুয়ারি ২০১৪, অনিন্দ্য প্রকাশ।