পালংশাঁক এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল : পালংশাঁক

ফসল তোলা : বীজ বোনার ৬০-৯০ দিন পর থেকে শাক তোলা শুরু করা যায়।

তথ্যের উৎস :

শাক সবজি চাষ,মৃত্যুঞ্জয় রায়, ফেব্রুয়ারি ২০১৪, অনিন্দ্য প্রকাশ।