ফসল : রসুন
রোগের নাম : রসুনের ডাউনি মিলডিউ
রোগের স্থানীয় নাম : নেই
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
ব্যবস্থাপনা :
মেনকোজেব+মেটালোক্সিল জাতীয় ছত্রাকনাশক (রিডোমিল গোল্ড ২০ গ্রাম) অথবা আইপ্রোডিয়ন জাতীয় ছত্রাকনাশক (রোভরাল ২০ গ্রাম)১০ লিটার পানিতে মিশিয়ে ১০-১২ দিন পর পর ৩-৪ বার স্প্রে করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করুন। আইপ্রোডিয়ন বা মেনকোজেব+মেটালোক্সিলজাতীয় ছত্রাকনাশক যেমন: রোভরাল বা রিডোমিল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করুন।
অন্যান্য :
প্রয়োজনে কল সেন্টার বা কৃষি বিশেষজ্ঞের সহায়তা নিন।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।