রসুন এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : রসুন

বর্ণনা : চার থেকে পাঁচ মাস পর রসুন উত্তোলন করা যায়।

ভাল বীজ নির্বাচন :

হেক্টর প্রতি গড় ফলন ৩,০০০ কেজির কাছাকাছি। ভাল বীজ, প্রয়োজন মতো সার ও সেচ দিলে হেক্টর প্রতি ৭,২৫০-৮,০০০ কেজি ফলন পেতে পারেন।

বীজতলা প্রস্তুতকরণ : রসুন রোপণের ২ মাস পর রসুন গঠিত হতে থাকে। তিন থেকে চার মাস পর কন্দ পুষ্ট হতে শুরু করে।


বীজতলা পরিচর্চা : রসুন তোলার সময় পাতার অগ্রভাগ হলুদ বা বাদামী হয়ে শুকিয়ে যেতে থাকে। রসুনের বাইরের দিকের কোয়াগুলি পুষ্ট হয়ে লম্বালম্বি ফুলে উঠে এবং দুটি কোয়ার মাঝে খাঁজ দেখা যায়। এ সময় রসুন তোলার উপযুক্ত সময়।গাছ হাতে টেনে তুলে নিন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭