ফসল : ধান
রোগের নাম : টুংরো
রোগের কারণ : ভাইরাস। সবুজ পাতাফড়িং টুংরো রোগ ছড়ায়।
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : কুশি , বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
ব্যবস্থাপনা :
টুংরো আক্রান্ত জমির আশে পাশে বীজতলা করা থেকে বিরত থাকতে হবে,আড়ালি ঘাস, বাওয়া ধান নিধন করতে হবে। বাহক পোকা দমনে আইসোপ্রোকার্ব জাতীয় কীটনাশক (যেমনন মিপসিন বা সপসিন ৩০ গ্রাম) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার বিকালে স্প্রে করুন।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
রোগ সহনশীল জাত যেমন বিআর২২, বিআর২৩, ব্রি ধান২৭, ব্রি ধান৩১ ও ব্রি ধান৪১ ইত্যাদি চাষ করা। বীজ শোধন করতে হবে।
বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
অন্যান্য :
রোগাক্রান্ত গাছ তুলে মাটিতে পুতে ফেলতে হবে। আলোক ফাঁদ ব্যবহার করে বাহক পোকা সবুজ পাতা ফড়িং নিয়ন্ত্রণ করুন। এ জমি থেকে উৎপাদিত ধান বীজ হিসেবে রাখা যাবে না।
আলোক ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
তথ্যের উৎস :
ধান চাষের সমস্যা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ৫ম সংস্করণ, জুন ২০১৬।
ফসলের বালাই ব্যবস্থাপনা,মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।