ফসল : গম
রোগের নাম : গোড়া পচা রোগ
রোগের কারণ : স্কেলেরোশিয়াম রলফসি ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : কান্ডের গোঁড়ায়
ব্যবস্থাপনা :
কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমনঃ ব্যাভিস্টিন/ নোইন ইত্যাদি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে স্প্রে করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
বীজশোধন করে বীজ বপন করুন। নাড়া পুড়িয়ে ফেলুন। রোগ প্রতিরোধী জাত যেমন আকবর, অঘ্রণী, প্রতিভা, সৌরভ, গৌরব প্রভৃতি জাতের আবাদ করুন।
বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
অন্যান্য :
জমি সবসময় পরিমিত আর্দ্র রাখুন ।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাত বই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট, ৬ষ্ঠ সঙ্গস্করন, সেপ্টেম্বর, ২০১৭।