গম এর চাষপদ্ধতির তথ্য

ফসল : গম

চাষপদ্ধতি :

ভাল বীজ নির্বাচনঃ

বীজ তরতাজা /উজ্জ্বল, এর গজানোর হার  ও ফলন বেশি । পাত্রের সব বীজ পরিষ্কারি পরিচ্ছন্ন, স্বাভাবিক ও  একই আকার-প্রকারের। চিটা  ও আগাছার মাত্রা,  রোগ, পোকা ও অন্য বীজের মিশাল মুক্ত, নগণ্য  বা খুবই কম । এতে আবাদ খরচ কমে, তবে  ফলন বাড়ে । হলুদ ট্যাগ/লেভেলে বিশ্বস্থ  ব্যক্তি বা প্রতিষ্ঠানের এবং সাদা/ নীল ট্যাগ/লেভেলে সরকারের তত্বাবধানে উৎপাদিত ও পরীক্ষিত ।

বপন পদ্ধতিঃ

বীজ সারিতে এবং ছিটিয়ে বোনা যায়। তবে সারিতে বীজ বপন করা উত্তম। সারিতে বপনের জন্য জমি তৈরীর পর লাঙ্গল দিয়ে সরু নালা তৈরী করে ৮ ইঞ্চি দূরত্বের সারিতে ১.৫-২.০ সেমি(০.৫  - ০.৮ ইঞ্চি)  . গভীরে বীজ বপন করতে হবে। আমন ধান কাটার পর জমিতে ‘জো’ আসলে পাওয়ার টিলারচালিত বীজ বপন যন্ত্রের সাহায্যে একচাষে সারিতে বীজ বপন করা যায়।

বীজতলা বা জমি শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাত বই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৪।