ক্ষতির ধরণ : পাতায়, কচি ডগা বা ফলে সাদা পাউডারের মত বস্তু দেথা যায়। গাছ মরে যেতে শুরু করে এক সময় পুরো গাছ মরে যেতে দেখা যায় ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ডগা , ফল
ব্যবস্থাপনা :
সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন (কুমুলাস ৪০ গ্রাম বা গেইভেট বা মনোভিট ২০ গ্রাম অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন: গোল্ডাজিম বা এমকোজিম ১০ মিলি) ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন । ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।