ফসল : ধান
রোগের নাম : ব্লাস্ট
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : চারা , পূর্ণ বয়স্ক , সব
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা , ফল
ব্যবস্থাপনা :
রোগের প্রাথমিক অবস্থায় বিঘা প্রতি (৩৩ শতকে) ৫ কেজি পটাশ সার উপরি প্রয়োগ করা । তাছাড়া টেবুকোনাজল+ট্রাইফ্লক্সিস্ট্রবিন জাতীয় ছত্রাকনাশক (যেমন ৫ গ্রাম নাটিভো) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করুন। ব্লাস্ট প্রতিরোধক জাতের ধান বিআর৩, বিআর৫, বিআর১৪, বিআর১৫, বিআর১৬, বিআর২৫, বিআর৬, ব্রি ধান২৮, ব্রি ধান৩২, ব্রি ধান৩৩ ,ব্রি ধান৪৪, ব্রি ধান৪৫ এবং ব্রি ধান৪৬ ইত্যাদি চাষ করা। বীজ শোধন করুন।
বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
অন্যান্য :
জমিতে জৈবসার প্রয়োগ ও পানি ধরে রাখুন। সুষম মাত্রায় সার প্রয়োগ করুন।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১৮/০২/২০১৮।
ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১৮/০২/২০১৮।