ফসল : পান
রোগের নাম : পানের পাতা পচা রোগ
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
ব্যবস্থাপনা :
কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাকনাশক( কুপ্রাভিট ৪০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন অথবা খৈলের সাথে মিশিয়ে প্রয়োগ করুন।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করুন। আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। রোগ সহনশীল জাত যেমন: বারি পান-১ ও বারি পান-৩ চাষ করুন। শস্য পর্যায় অনুসরন করুন।প্রতিরোধক ব্যবস্থা হিসাবে বর্ষা শুরুর আগে কপার অক্সিক্লোরাইড ৪ গ্রাম / লিটার বা ০.৫% বোর্দো মিশ্রণ ২০ দিন অন্তর ২ – ৩ বার স্প্রে করুন।
অন্যান্য :
আক্রান্ত পাতা ও লতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলুন।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।