ফসল : গাজর
রোগের নাম : গাজর ফেটে যাওয়া সমস্যা
রোগের কারণ : দৈহিক ও আবহাওয়া জনিত
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড
ব্যবস্থাপনা :
নিয়মিত পরিমিত সেচ দিন। এ ধরণের সমস্যা অনুমান করতে পারলে ক্ষেতে অতিরিক্ত নাইট্রোজেন সার বা হরমোন প্রয়োগ করবেন না।
পূর্ব-প্রস্তুতি :
খরা মৌসুমে নিয়মিত পরিমিত সেচ দিন। পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করুন। বপনের পূর্বে জমি উত্তমরুপে চাষ দিয়ে ঝুরঝুরে করুন। অতি ঘন করে গাজর চাষ করবেন না।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।