গাজর এর চাষপদ্ধতির তথ্য

ফসল : গাজর

বর্ণনা : গাজর চাষে পুষ্ট,কাঙ্ক্ষতি আকারের, সম আকারের, উজ্জ্বল রঙ, চিটামুক্ত, বিশুদ্ধ ও পরচ্ছিন্ন, পোকামাকড় ও রোগমুক্ত, শতকরা ৮০ ভাগ অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন, অন্যান্য অপ্রয়োজনীয় পর্দাথমুক্ত বীজ নির্বাচন করুন।

চাষপদ্ধতি :

বীজ থেকে চারা গজাতে ১০ থেকে ২০ দিন সময় লাগে। তবে বপনের আগে বীজ ১৮ থেকে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে ৭ থেকে ১০ দিনের মধ্যে চারা বের হয়। চারা গজানোর ৮ থেকে ১০ দিন পর ৬ থেকে ৭ সেন্টিমিটার পর পর একটি গাছ রেখে বাকি গাছ উঠিয়ে ফেলতে হবে। একইসঙ্গে আগাছা পরিষ্কার ও মাটির চটা ভেঙে দিতে হবে।

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজতলা বা জমি শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।