গাজর এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : গাজর

বর্ণনা : গাজর চাষে বীজতলার প্রয়োজন নেই।

ভাল বীজ নির্বাচন :

ভালো বীজ পুষ্ট,কাঙ্ক্ষিত আকারের, সম আকারের দানা, উজ্জ্বল রঙ, চিটামুক্ত, বিশুদ্ধ ও পরচ্ছিন্ন, পোকামাকড় ও রোগমুক্ত,  শতকরা ৮০ ভাগ অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন, অন্যান্য অপ্রয়োজনীয় পর্দাথমুক্ত।

বীজতলা প্রস্তুতকরণ : সরাসরি বোনা যায় বলে বীজতলা প্রস্তুতির প্রয়োজন নাই।


বীজতলা পরিচর্চা : সরাসরি বোনা যায় বলে বীজতলা প্রস্তুতির প্রয়োজন নাই।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।