ফসল : গম

রোগের নাম : গমের ব্লাস্ট রোগ

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : বীজের আক্রান্ত স্থানে কালো দাগ পড়ে এবং আক্রান্ত স্থানের উপরের অংশ শাডা হয়ে যায়। শীষের গোড়ায় আক্রমন হলে শীষ শুকিয়ে সাদা হয়ে যায়। আক্রান্ত শীষের দানা অপুষ্ট হয় এবং কুচকিয়ে যায়।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : শীষ অবস্থা , বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

ব্যবস্থাপনা :

কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমনঃ প্রভ্যাস্ক-২০০/ভিট্যাভাক্স-২০০ ইত্যাদি ১০ গ্রাম  প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে স্প্রে করুন।  ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

গমের ক্ষেত ও আইল আগাছা মুক্ত রাখতে হবে।

অন্যান্য :

 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবইখন্ড-২বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট৬ষ্ঠ সংস্করণসেপ্টেম্বর২০১৬।