ফসল : বাদাম

রোগের নাম : লিফ স্পট / টিক্কা রোগ

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির লক্ষণ : রোগের আক্রমণের ফলে পাতার উপরে বাদামী রঙের দাগের সৃষ্টি হয়। দাগ আকারে বড় হতে থাকে এবং পাতার উপরে ছড়িয়ে পড়ে। গাছ দেরিতে আক্রান্ত হলে পাতার নিচে দাগ দেখা যায়। এক্ষেত্রে দাগ গাঢ় বাদামী হতে কালচে বর্ণের হয়। পাতার বাকি অংশের সবুজ রং মলিন হয়ে যায় এবং চূড়ান্ত পর্যায়ে গাছের উপরের কয়েকটি কচি পাতা ছাড়া বয়স্ক পাতাগুলো ধীরে ধীরে ঝরে পড়ে।

ক্ষতির ধরণ : দাগগুলি নানা আকারের হয় এবং পাতার উপর এলোমেলো দাগ ছড়িয়ে পড়ে। মাঝে মাঝে দুই বা ততোধিক দাগ একত্রে মিলিত হয়ে বড় দাগের সৃষ্টি করে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

ব্যবস্থাপনা :

রোগের আক্রমণ বেশি হলে হেক্সাকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমনঃ কনটাফ ১০ মিলিলিটার) অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমনঃ নোইন অথবা এইমকোজিম ২০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

সুস্থ, সবল ও রোগমুক্ত গাছ হতে বীজ সংগ্রহ করুন।

অন্যান্য :

ফসলি জমির পরিত্যক্ত অংশের মাধ্যমে এই রোগ পরের বছরে ছড়ায়। তাই মৌসুমের শেষে আক্রান্ত গাছের যাবতীয় অংশ সমূহ সতর্কতার সাথে সংগ্রহ করে পুড়িয়ে বা গর্ত করে পুঁতে ফেলতে হবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।