ফসল : মরিচ

রোগের নাম : মরিচের উইল্টিং

রোগের স্থানীয় নাম : নেই

রোগের কারণ : ছত্রাক ও ব্যাকটেরিয়া

ক্ষতির ধরণ : রোগের শুরুতে গাছে নিচের পাতাগুলো কে ঝুলে পড়তে দেখা যায়।ছত্রাক গাছের নিচে কাণ্ডে আক্রমন করে ফলে গাছ খুব দ্রুত ঢলে পড়ে।গাছের উপরের দিকে পাতা হলুদ হয় এবং পরে সমস্ত গাছ হলুদ হয়ে যায়।গোঁড়া পচে বাদামী রং ধারণ করে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , চারা

ফসলের যে অংশে আক্রমণ করে : শিকড়

ব্যবস্থাপনা :

রোগ দেখা দেওয়ার সাথে সাথে প্রোপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন টিল্ট ৫ মিলি/ ১ মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। ছত্রাকনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। 

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

আগাছা ব্যবস্থাপনা করতে হবে। পূর্বে আক্রান্ত জমি চাষ করা যাবে না।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।