বর্ণনা : জমিতে প্রয়োজন মত সেচ দিতে হবে। আবার অতিরিক্ত সেচ দিলে ঢলে পড়া রোগ দেখা দিতে পারে। অতিরিক্ত বৃষ্টির ফলে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
সেচ ব্যবস্থাপনা :
বীজ ছিটিয়ে বুনলে প্লাবন সেচ দিতে হবে। বেড করে চাষ করা হলে ২ সারির মধ্যে নালায় পানি দিতে হবে। সেচ পানির অপচয় রোধে সেচ নালা ভালোভাবে তৈরি করে নিন। রবি মৌসুমে প্রয়োজনে হালকা সেচ দিতে হবে।
সেচ ও নিকাশ পদ্ধতি :
1 : বৃষ্টি ও সেচের পানি কোন অবস্থায় জমে থাকতে পারবে না। জমিতে পানি জমে গেলে নালা কেটে দিয়ে দ্রুত পানি বের করে দিন ।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর,২০১৭।