মরিচ এর চাষপদ্ধতির তথ্য

ফসল : মরিচ

চাষপদ্ধতি :

মাটির প্রকার ভেদে ৪-৬ টি চাষ ও মই দিতে হবে । প্রথম চাষ গভির হওয়া দরকার । সেচ ও পানি বের করার জন্য  জন্য ১২ ইঞ্চি  প্রশস্ত নালা থাকবে। প্রত্যেক ভিটায় দুই সারি চারা লাগানর পর উভয় পাশে ১০  ইঞ্চি  জায়াগা খালি থাকবে ।

বীজতলা বা জমি শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর,২০১৭।