ফুল কপি এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল : ফুল কপি

ফসল তোলা : ফুল ফোটা শুরু হওয়ার আগেই ফুলকপি বেশ দৃঢ় থাকা অবস্থায় তা সংগ্রহ করা উচিত। অন্যথায় কপি ফেটে যেতে পরে কিংবা রঙ খারাপ হয়ে যেতে পারে। রোপণের প্রায় ৪৫-৬০ দিনের মধ্যে গাছে ফুল দেখা দেয়। পুস্পমঞ্জুরি দেখা দেয়ার ২ সপ্তাহের মধ্যে ফুলকপি খাওয়ার উপযুক্ত হয়।

সংরক্ষণ : ছায়ায় সংরক্ষণ করুন। মাঝে মাঝে পানি ছিটিয়ে দিন। বেশি দিন সংরক্ষণ এর জন্য হিমাগারে রাখুন। জমি থেকে তোলার প্রায় সপ্তাহখানেক আগে নেপথলিন এসেটিক এসিড ছিঁটিয়ে পরে ঠান্ডা পরিবেশে দেড় মাস পর্যন্ত ফুলকপি অবিকৃত রাখা যায়।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবইবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট৬ষ্ঠ সংস্করনসেপ্টেম্বর২০১৭।