ফুল কপি এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : ফুল কপি

মৃত্তিকা :

পানি জমেনা এমন উর্বর দোঁয়াশ ও এঁটেল মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

সারের নাম

শতকপ্রতিসার

হেক্টর প্রতি সার

কম্পোস্ট

৬০-৮০ কেজি

১০ টন

ইউরিয়া

১-১.২ কেজি

২০০ কেজি

টিএসপি

০.৬-০.৮ কেজি

১৫০ কেজি

পটাশ

০.৮-১ কেজি

১৫০ কেজি

জিপসাম

৪০০ গ্রাম

১০০ কেজি

দস্তা

৪০ গ্রাম

১০ কেজি।


অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

শতকপ্রতিসার

হেক্টর প্রতি সার

 অর্ধেক গোবরসমুদয় টিএসপি ও অর্ধেক গ্রাম পটাশ সার জমি তৈরির সময় মাটিতে প্রয়োগ করতে হবে। অবশিষ্ট গোবর চারা রোপণের ৭ দিন পূর্বে মাদায় দিয়ে মিশিয়ে রাখতে হবে। চারা রোপণের ১৫ দিন পর ১ম বার৩০-৫০ দিন পর ২য় বার ইউরিয়া ও অবশিষ্ট পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে।চারা রোপণের পূর্বে সার দেয়ার পর পানি দিয়ে মাদার মাটি ভালভাবে ভিজিয়ে দিতে হবে। অতঃপর মাটিতে জো এলে ৭-১০ দিন পর চারা রোপণ করতে হবে।

 চারা রোপণের ২০ দিন পর ১ম বার৪০ দিন পর ২য় বার ১৬০ কেজি ইউরিয়া ও ১০০ কেজি এমওপি সার দিন।***** ১০কেজি ডিএপি সার ব্যবহার করলে সমপরিমাণ টিএসপি এবং ৪ কেজি ইউরিয়ার ফল পাবেনতাই সে পরিমাণ ইউরিয়া কম দিন।  খেয়াল রাখুনসকালে শিশির ভেজা পাতায় যেন দানা সার না পড়ে। জমির উর্বরতামাটির ধরণবা মাটি পরীক্ষা ভেদে সারের মাত্রা কম বেশি করুন।প্রথমে বোরন সার না দিলে পরবর্তীতে ১ম ও ২য় দফায় ইউরিয়া ও এমওপি সার দেয়ার সময় প্রতি ১০ লিটার পানিতে ১০-১৫ গ্রাম বোরিক পাউডার গুলে পাতায় স্প্রে করে দিন।  

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।