ফুল কপি এর পুষ্টিমানের তথ্য

ফসল : ফুল কপি

পুষ্টিমান :

ফুলকপির পুষ্টিগুন নানাবিধ, যেমন প্রতি ১০০ গ্রাম ফুলকপিতে ০.৮ গ্রাম খনিজ পদার্থ, ১.২% আঁশ, ৪১ কিলোক্যালরি খাদ্যশক্তি, ২.৬% আমিষ, ৪১ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৫ মিলিগ্রাম আয়রন, ০.০২৭ মিলিগ্রাম ভিটামিন বি-১, ০.০৩ মিলিগ্রাম ভিটামিন বি-২ ও ৭.৫% শর্করা ইত্যাদি পাওয়া যায়।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস)

তথ্যের উৎস :

কৃষি ডায়রি, কৃষি তথ্য সার্ভিস, ২০১৭।