মুলা এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল : মুলা

ফসল তোলা : বীজ বোনার ১৫-২০ দিন পর থেকে শাক এবং আগাম ৪৫ দিনের মধ্যে এবং নাবী ৫৫-৬০ দিনে মূলা তুলুন। দেরিতে তুললে আঁশ হবে।

ফসল সংরক্ষণের পূর্বে :

ফসল তুলে ধুয়ে আকার অনুসারে বাছাই করে নিন। 

প্রক্রিয়াজাতকরণ :

মূলা পাতা ছেঁটে চটের বস্তায় ভরে নিন এবং প্লাস্টিকের ক্রাতে বাজারজাত করুন।

সংরক্ষণ : ঠাণ্ডা/শীতল স্থানে সংরক্ষণ করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর,২০১৭।