ডাঁটা শাক এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল : ডাঁটা শাক

ফসল তোলা : ফুল আসার আগে ডাঁটার মাঝামাঝি হাত দিয়ে চাপ দিলে যদি মটাৎ করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে শাক বিপননের উপযোগী হয়েছে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।