ডাঁটা শাক এর বাজারজাত করণের তথ্য

ফসল : ডাঁটা শাক

প্রথাগত ফসল পরিবহন ব্যবস্থা :

মাথায়, ঝুরিতে বা ঠেলাগাড়িতে করে। 

আধুনিক ফসল পরিবহন ব্যবস্থা :

রিক্সা, ভ্যান, মিনি ট্রাক।

প্রথাগত বাজারজাত করণ :

আটি বেঁধে স্থানীয় হাটবাজারে। 

আধুনিক পদ্ধতিতে বাজারজাত করণ :

বিভিন্ন আকারের মুথি বেঁধে/ প্লাস্টিক কন্টেইনারে দোকানে, শপিং মলে। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।