ডাঁটা শাক এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : ডাঁটা শাক

বর্ণনা : ডাঁটা শাক চাষে বীজতলার প্রয়োজন নেই।

বীজ ও বীজতলার প্রকারভেদ :

ডাঁটা শাক চাষে বীজতলার প্রয়োজন নেই।


ভাল বীজ নির্বাচন :

 দুটি জাতের মধ্যে ২০০ মি. দূরত্ব বজায় রাখুন। বীজ উৎপাদনের জন্য লাইন থেকে লাইন  ১৫  ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব ৮-৯ ইঞ্চি। রোগ-পোকা দমনের জন্য প্রয়োজনীয় বালাইনাশক প্রয়োগ করুন। বীজ কালো রং ধারন করলে সংগ্রহ করুন। ফল  হাতের তালুতে নিয়ে ঘষলে সহজে কালো বীজ বের হয়ে এলে  বীজ সংগ্রহ করুন। বীজ কালো রং ধারন করলে সংগ্রহ করা যাবে।

বীজতলা প্রস্তুতকরণ : ডাঁটা শাক চাষে বীজতলার প্রয়োজন নেই।


বীজতলা পরিচর্চা : ডাঁটা শাক চাষে বীজতলার প্রয়োজন নেই।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।