কচু এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : কচু

বীজ উৎপাদন :

বীজ উৎপাদনের স্তর সমূহ: জাত নির্বাচন, বীজ শোধন, জমি নির্বাচন, বীজ বপন, মাঠ পরিদর্শন, পরিচর্যা, পৃথকীকরণ দূরত্ব বজায় রাখা, আগাছা ও অনাকাঙ্ক্ষিত গাছ (রোগাক্রান্ত, অফটাইফ) বাছাই, চারা পাতলাকরণ, সঠিক সময়ে ফসল কর্তন, মাড়াই ও বীজ শুকানো।

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজ সংরক্ষণ:

প্লাস্টিক/টিনের ড্রাম, পলিব্যাগ প্রভৃতি বায়ুরোধী পাত্রে কয়েক দিন রোদে শুকিয়ে ১০% আর্দ্রতায় বীজ সংরক্ষণ করুন। বীজ পাত্র ঘরের ভিটিতে না রেখে শুকনা ও ঠান্ডা স্থানে মাচায় রাখুন। প্রতি ১০০ কেজি বীজে ১ টি ফসটকসিন বড়ি ব্যবহার্য। শুকনা নিমপাতার গুড়া বীজপাত্রের মুখে দিয়ে মুখ বন্ধ করা যায়। এতে গোলাজাত পোকার আক্রমণ কম হয়।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭