মসুর এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : মসুর

মৃত্তিকা :

দোআঁশ, বেলে দোআঁশ।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

 

সারেরনাম

বিএআরআই(বারি) জাতের জন্য হেক্টর প্রতি সার

পঁচা গোবর 

৫-১০ টন

ইউরিয়া

৪০-৫০ কেজি

টিএসপি/ডিএপি

৮০-৯০ কেজি

এম ও পি

৩০-৪০ কেজি

অনুজীব সার

১.৫ কেজি

 

সারেরনাম

বিআইএনএ (বিনা) জাতের জন্য হেক্টর প্রতি সার

পঁচা গোবর 

৫-১০ টন

ইউরিয়া

৩২-৪২ কেজি

টিএসপি/ডিএপি

১০০-১২৫ কেজি

এম ও পি

৫০-৬০ কেজি

জিপসাম

৮০-১০০ কেজি

দস্তা

১.২৮-২.৫৬ কেজি

বোরিক এসিড

৫.৮৮ – ৮.৮২ কেজি

অনুজীব সার

১.৫ কেজি

অনলাইন সারসুপারিশ সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

বিএআরআই(বারি) জাতের জন্যঃ  গোবর/ জৈব সারপর্যাপ্ত পরিমাণে। ইউরিয়া : ৪০-৫০ কেজি টিএপি; ডিএপি: ৮০-৯০ কেজি;  এমও পি: ৩০-৪০ কেজি । বিনা জাতের জন্য গোবর/ জৈব সার;পর্যাপ্ত পরিমাণে। ইউরিয়া : ৩২-৪২ কেজি  টিএপি/ ডিএপি: ১০০-১২৫ কেজি;  এমও পি: ৫০-৬০ কেজি জিপসাম: ৮০-১০০ কেজি দস্তা সার: ১.২৮-২.৫৬ কেজি। অনুজীব সার প্রয়োগ করতে হবে।প্রতি কেজি বীজের জন্য ৯০ গ্রাম হারে অনুমোদিত অণুজীব সার প্রয়োগ করতে হবে। অনুজীব সার দিলে ইউরিয়া সার দেয়ার প্রয়োজন নেই।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।

বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট০১/০৮/২০১৭