সরিষা এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : সরিষা

মৃত্তিকা :

পানি জমেনা এমন উঁচু-মাঝারী উচু বেলে দো আশ-এঁটেল দোআঁশ মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মাটির ধরন এবং মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সহায়তা নিতে হবে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ফসলের সার সুপারিশ :

 

সারের নাম

 সারের পরিমাণ / শতক

 

 

 

প্রয়োগ পদ্ধতি

 

সোনালী সরিষা, বারি সরিষা-৬, বারি সরিষা ৭, বারি সরিষা ৮, বারি সরিষা ১১, বারি সরিষা ১৩, বারি সরিষা ১৪, বারি সরিষা ১৫ ও বারি সরিষা ১৬ ইত্যাদি জাতের জন্য-

টরি ৭, কল্যাণীয়া, রাই-৫, দৌলত, বারি সরিষা ৯, বারি সরিষা ১২ ইত্যাদি জাতের জন্য-

ইউরিয়া

 

১.০ – ১.২০ কেজি  

৮১০ গ্রাম – ১.০ কেজি

 

 

সেচবিহীন চাষে সমুদয় সার একসাথে প্রয়োগ করতে হবে। সেচের ব্যবস্থা থাকলে অর্ধেক ইউরিয়া ও সমুদয় টিএসপি ও পটাশ সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। বাকী ইউরিয়া সার ৩৫-৪০ দিন পর প্রয়োগ করতে হবে।

টিএসপি

৬৯০-৭৩০ গ্রাম

৬১০-৬৯০ গ্রাম

এমওপি

৩৪০-৪০০ গ্রাম

২৮০-৩৪০ গ্রাম

জিপসাম

৬১০-৭৩০ গ্রাম

৪৯০-৬১০ গ্রাম

দস্তা

২০ গ্রাম

২০ গ্রাম

বরিক এসিড

৪০-৬০ গ্রাম

৪০-৬০ গ্রাম

পচা গোবর

৩২-৪০ কেজি

৩২-৪০ কেজি

 

        অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্কর, সেপ্টেম্বর, ২০১৭।