ফসল : ঢেঁড়স
সেচ ব্যবস্থাপনা :
মাটির প্রকার ভেদ অনুযায়ী ১০/১২ দিন পর পর সেচ দেয়া প্রয়োজন। প্রতি কিস্তিতে সার প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে।
সেচ ও নিকাশ পদ্ধতি :
1 : প্রতি কিস্তিতে সার প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে।
তথ্যের উৎস :
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১৮/০২/২০১৮