ঢেঁড়স এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : ঢেঁড়স

মৃত্তিকা :

দোআঁশ  ও বেলে দোআঁশ  ঢেঁড়শ চাষের জন্য সবচেয়ে উপযোগী। পানি জমে থাকেনা এমন এটেল মাটিতেও চাষ করা যায়।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকাসম্পদউন্নয়নইনস্টিটিউটবিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ফসলের সার সুপারিশ :

গোবরঃ            ৭৫ কেজি

সরিষার খৈলঃ      ১.৭৫ কেজি

ইউরিয়াঃ          ২৩০ গ্রাম গ্রাম

টিএসপিঃ          ৩৫০ গ্রাম গ্রাম

এমও পিঃ         ২৩০ গ্রাম গ্রাম

জমি তৈরি করার সময় ইউরিয়া সার বাদে বাকি সব সার মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। সার মেশানের ১০-১৫ দিন পর জমিতে ঢেঁড়শ বীজ বপন করতে হয়। ইউরিয়া সার সমান দু‘কিস্তিতে উপরি প্রয়োগ করতে হয়। প্রথম কিস্তিতে চারা গজানোর ২০-২৫ দিন পর এবং ২ য় কিস্তিতে দিতে হবে চারা গজানোর ৪০-৫০ দিন পর।

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১৮/০২/২০১৮