যন্ত্রের নাম : বেড প্লান্টার

ফসল : টমেটো

যন্ত্রের ধরন : অন্যান্য

যন্ত্রের পরিচালনা পদ্ধতি :

সাধারণ পাওয়ার টিলার এর সাথে পিছনের অংশে বেড প্লান্টার যন্ত্র প্রতিস্থাপন করা হয়। যার সাহায্যে বেড তৈরি করা হয়।

যন্ত্রের ক্ষমতা : যন্ত্রটি প্রতি ঘণ্টায় ০.১১ হেক্টর জমিতে বেড তৈরি করতে পারে।

যন্ত্রের উপকারিতা :

বেড পদ্ধতিতে ফসল উৎপাদনে নালায় পানি সেচ দিলে সহজেই অল্প সময়ে অনেক জমিতে সেচ দেওয়া যায়। এতে পানির পরিমাণ প্রচলিত পরিমানের চেয়ে কম লাগে। এ পদ্ধতিতে যেমন শুকনো বা রবি মৌসুমে পানি কম লাগে তেমনি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হলে নালা দিয়ে সহজেই পানি বের হয়ে যায়।

যন্ত্রের বৈশিষ্ট্য :

১। বেডে ফসল ফলালে উৎপাদন খরচ কমে, মাটির স্বাস্থ্য ভাল থাকে।

২। এ যন্ত্রের দ্বারা ১-২টি চাষে বেড তৈরি, সার প্রয়োগ ও বীজ বপনের কাজ একই সঙ্গে করা যায়।

৩। সেচ খরচ কমে ও ফসলের পরিচর্চা করতে সুবিধা হয়।

রক্ষণাবেক্ষণ : চাষের মৌসুম শেষ হলে যন্ত্রটি ভালকরে পরিষ্কার করে ভাল জায়গায় সংরক্ষণ করুন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।