টমেটো এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : টমেটো

বর্ণনা : একটি আদর্শ বীজতলার পরিমান ১ মি প্রস্থ এবং ৩ মি দৈর্ঘ্য

ভাল বীজ নির্বাচন :

বীজ শোধনকৃত ও রোগমুক্ত অধিক ফলনশীল জাতের বীজ নির্বাচন করতে হবে। বিশ্বস্ত কৃষক এর নিকট হতে চারা ক্রয় করতে হবে।

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজতলা প্রস্তুতকরণ : ১০ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া বীজতলার জন্য জমি ভালভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝর ঝরে করে নিতে হবে। বীজতলা তৈরির সময় ভালভাবে গোবর/ আবর্জনা পচা সার মাটির সার মাটির সাথে মিশাতে হবে। বীজতলা তৈরির আগে ফরমালিন দিয়ে মাটি শোধন করে নিতে হবে। সুস্থ ও সবল চারা উৎপাদনের জন্য ৫০ গ্রাম বিশুদ্ধ বীজ বীজতলায় বপন করতে হবে।


বীজতলা পরিচর্চা : বীজতলায় বীজ বুনার পর রসের অভাব হলে ঝাঝড়া দিয়ে হালকা সেচ দিতে হবে। অতিরিক্ত বৃষ্টি ও রোদের হাত থেকে চারা রক্ষা করতে প্রয়োজনে পলিথিন ও চাটাই এর আচ্ছাদন ব্যবহার করতে হবে। ভাইরাস বাহক সাদা মাছি দমনের জন্য বীজতলায় ৪০-৬০ মেস (প্রতি ইঞ্চিতে ৪০-৬০ টি ছিদ্র যুক্ত) নাইলনের নেট দিয়ে ঢেকে রাখতে হবে।

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৭।