যন্ত্রের নাম : রিপার

ফসল : ধান

যন্ত্রের ধরন : ফসল কাটা

যন্ত্রের পরিচালনা পদ্ধতি :

হস্ত চালিত/ কায়িক

যন্ত্রের ক্ষমতা : হস্ত চালিত/ কায়িক

যন্ত্রের উপকারিতা :

১। যন্ত্র দ্বারা চারা রোপণে একর প্রতি শ্রমিক লাগের১ জন এবং গতানুগতিক পদ্ধতিতে (হাতে) লাগে ০৮ জন। এক্ষেত্রে সাশ্রয় ৮৭%। 

২। যন্ত্র দ্বারা একর প্রতি খরচ ৩৬৫/-, সময় লাগে ১.৫ ঘণ্টা  এবং গতানুগতিক পদ্ধতিতে (হাতে) খরচ ৩২০০/-, সময় লাগে ৮ ঘণ্টা । অর্থাৎ এক্ষেত্রে খরচ সাশ্রয় ৮০% এবং সময় সাশ্রয় ৮২% ছাড়াও একর প্রতি প্রায় ৮% ধান বেশি পাওয়া যায়। 

যন্ত্রের বৈশিষ্ট্য :

১। ধান ও গম কাটা যায়।

২।  হেলে পড়া ফসল কাটতে পারে।

রক্ষণাবেক্ষণ : ব্যবহারের পর মাটি ও পানি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখুন।

তথ্যের উৎস :

খামার যান্ত্রিকীকরন এর মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প- ২য় পর্যায় (২য় সংশোধিত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডি এ ই), খামারবাড়ী, ফার্মগেট, ঢাকা-১২১৫। জানুয়ার‍ি,২০১৮।