ক্ষতির ধরণ : দুধ আসা অবস্থায় ক্ষতি বেশী করে । ফলে গমের গায়ে দাগ হয় ও গম চিটা হয়।
আক্রমণের পর্যায় : কুশি
ফসলের যে অংশে আক্রমণ করে : ফুল
পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , নিম্ফ
ব্যবস্থাপনা :
কার্বারিল জাতীয় কীটনাশক( যেমন: সেভিন ৮৫ ডব্লিউপি ২৭ গ্রাম) অথবা ডাইমিথোয়েট জাতীয় কীটনাশক যেমন ( রোগর অথবা টাফগর ২০ মিলি) ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন ।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।